ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সঞ্চয়ী অর্থের চেক পেলেন কমলনগরের দুঃস্থ নারীকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
সঞ্চয়ী অর্থের চেক পেলেন কমলনগরের দুঃস্থ নারীকর্মীরা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে পল্লী উন্নয়ন ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ২য় পর্যায়ে দুঃস্থ নারীকর্মীদের মাঝে সঞ্চয়ী অর্থের চেক বিতরণ করা হয়েছে। 

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ৯০ জন নারীকর্মীর মাঝে প্রায় ৬৫ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের স্পন্দন হল রুমে চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন নারী ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বাশার,  উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার।  

প্রকৌশলী সোহেল আনোয়ার জানান, পল্লী উন্নয়ন ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় নারীদের দৈনিক ৫০ টাকা করে ৪ বছরের সঞ্চয়ের টাকা ৯০ জন নারীকর্মীর মাঝে চেকে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এসআর/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।