রোববার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম কোটা গ্রামের একটি মেহেগনী বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজিজুল উপজেলার শামটা গ্রামের জেহের আলী মণ্ডলের ছেলে।
শার্শার বাগআচড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাংলানিউজকে জানান, সকালে পশ্চিম কোটা গ্রামের একটি মেহেগনী বাগানে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, শনিবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে আজিজুল মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮, আপডেট: ১২১৬ ঘণ্টা
আরবি/