রোববার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কাদিম সাতুরিয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিরেন সদর উপজেলার নবীন কৃঞ্চপুর গ্রামের নগেন চন্দ্র পাহানের ছেলে।
নাটোরের ঝলমলিয়া মহাসড়ক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, দিরেন চন্দ্র পাহান বাইসাইকেলে করে আহম্মদপুর বাজারে যাচ্ছিলেন। এসময় নাটোর-পাবনা মহাসড়কের কাদিম সাতুরিয়া বটতলা এলাকায় পৌঁছালে ঠিক একই সময়ে গ্রামীণ ট্রাভেলস ও চাপাই ট্রাভেলস নামে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় গ্রামীণ ট্রাভেলসের বাসটির ধাক্কায় রাস্তার পাশ দিয়ে যাওয়া বাইসাইকেল আরোহী দিরেন চাকার নিচে চাপা গড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ দুর্ঘটনায় দুই বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হন।
তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
জিপি