ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিপি মহন্ত (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

রোববার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। লিপি একই গ্রামের ভ্যানচালক অমল মহন্তের স্ত্রী।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বাংলানিউজকে জানান, লিপি নিজ বাড়িতে তার স্বামীর ব্যাটারিচালিত অটোভ্যানে চার্য দিতে যান। এ সময় অসাবধানতায় বিদ্যুৎপৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।