শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ছবি: বাংলানিউজ
নেত্রকোণা: জাতির জনক বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে নেত্রকোণার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জেলায় ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ ও ‘নেত্রকোণা মেডিকেল কলেজ’ স্থাপন করায় রোববার (১৬ সেপ্টেম্বর) এ শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, রাজনৈতিক দল ছাড়াও নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
শোভাযাত্রায় অংশ নেন- যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রখ্যাত গবেষক ড. রফিকউল্লাহ খান, জেলা প্রশাসক (ডিসি) মো. মঈন উল ইসলাম, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, নেত্রকোণা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এ কে এম সাদেকুল আজম, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বজলুল কাদের শাহজাহান, সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল আমীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অর্পিতা খানম সুমি প্রমুখ।
জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠ থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি নিয়ে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। পরে তা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের সেখানে গিয়ে শেষ হয়। এ সময় আবির ও রঙ ছিটিয়ে উল্লাস প্রকাশ করেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। পরে কালেক্টরেট মাঠের মুক্তমনা মঞ্চে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মো. মঈন উল ইসলাম। উল্লেখ্য, সম্প্রতি নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে সরকার। একই সঙ্গে পিছিয়ে পড়া জেলার মানুষের উন্নয়নে সেখানে স্থাপন করা হয়েছে একটি নতুন মেডিকেল কলেজ।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এসআই/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।