ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গ্যাসের চুলায় ঝলসে নারীর মৃত্যু, দগ্ধ ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
গাজীপুরে গ্যাসের চুলায় ঝলসে নারীর মৃত্যু, দগ্ধ ২

গাজীপুর: গাজীপুরে পৃথক ঘটনায় দগ্ধ হয়ে হাসিনা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু ও দু'জন অগ্নিদগ্ধ হয়েছেন।বর্তমানে দগ্ধ দু'জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসাধীন।

মৃত হাসিনা গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। দগ্ধ দু'জন হলেন- নওগাঁর মান্ডা থানার সুদিপুর এলাকার আজহারুল ইসলামের ছেলে আমরাফুল ইসলাম (৩৬) ও আশরাফুলের স্ত্রী মিতা আক্তার (২৮)।

গাজীপুর সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিল মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চান্দনা এলাকায় হাসিনা তার বাসার দুই তলায় রান্না করছিল। এ সময় গ্যাসের চুলা থেকে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ধোয়া দেখে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ও হাসিনাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।

অপরদিকে দগ্ধ আশরাফুলের চাচা শ্বশুর আলী ইমাম বাংলানিউজকে জানান, কালিয়াকৈর উপজেলার সাহেববাজার বড়ইতলী এলাকায় মোহাম্মদ আলীর বাসায় ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন আশরাফুল ও তার স্ত্রী মিতা। রোববার (১৬ সেপ্টেম্বর) সকালে রান্না করতে স্বামী-স্ত্রী দু'জনে রান্না ঘরে যায়। এ সময় চুলায় আগুন ধরালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তারা দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিয়ে যায়। বর্তমানে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।