ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নৌপথে গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়েছে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
নৌপথে গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়েছে  নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান/ফাইল ফটো

ঢাকা: ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশের নৌরুটে বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত এক সভায় মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে নৌপথ উন্নয়নে চারটি মাল্টিপারপাস ড্রেজার কেনা হয়েছে এবং ২০টির কাজ নির্মাণাধীন।

এর আগে এ ধরনের উদ্যোগ কখনোই নেওয়া হয়নি।

‘বর্তমানে দেশে প্রায় তিন হাজার কিলোমিটার নৌপথ রয়েছে। বর্ষাকালে এর আয়তন হয় প্রায় ৬ হাজার কিলোমিটার। আর নতুন করে ২ হাজার কিলোমিটার হারিয়ে যাওয়া নৌপথ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অব্যাহত রয়েছে নদী খনন।

তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। এছাড়া কাজ চলছে আরো ৫০ কিলোমিটারের। নৌপথে দুর্ঘটনাও অনেক কমে এসেছে।

পদ্মাসেতু নিয়ে মন্ত্রী বলেন, অনেকেই বলেছেন পদ্মাসেতু নাকি জোড়াতালি দিয়ে তৈরি করা হবে। কিন্তু এখন জনগণ দেখছে, সেতু কীভাবে তৈরি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।