রোববার (১৬ সেপ্টেম্বর) সকালে মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে।
বৈশাখী ওই গ্রামের মো. ফোরকান জোমাদ্দারের মেয়ে।
স্থানীয়রা জানান, পরীক্ষায় খারাপ করায় সকালে সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বৈশাখী। তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এমএস/এসআরএস