ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বোমা তৈরির সরঞ্জামসহ ২ জঙ্গি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
দিনাজপুরে বোমা তৈরির সরঞ্জামসহ ২ জঙ্গি আটক প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরে শর্টগান ও বোমা তৈরির সরঞ্জামসহ মোজাহিদুর রহমান ওরফে মাকতুম (২২) ও আবু নাঈম (২০) নামে দুই জঙ্গিকে আটক করেছে পুলিশ। 

রোববার (১৪ অক্টোবর) বেলা ১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ্জামান আশরাফ।  

আটক মোজাহিদুর রহমান ওরফে মাকতুম হাকিমপুর উপজেলার বাগডোর পূর্বপাড়ার মো. লুৎফর রহমানের ছেলে ও আবু নাঈম একই উপজেলার পাইশগাড়া গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে।

 

পুলিশ জানায়, শনিবার (১৩ অক্টোবর) দিনগত রাতে পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. বজলুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ দিনাজপুর শহরের বালুবাড়ী পাওয়ার হাউজের পেছনে পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে ২ জঙ্গিকে আটক করে। এসময় কয়েকজন পালিয়ে যান। তাদের কাছ থেকে এসময় একটি শর্টগান, ৭ রাউন্ড গুলি, ৪০০ গ্রাম বারুদ, ৭০০ গ্রাম ধুপ, ৩০০ গ্রাম ছোট বল, ২ কেজি কাচের টুকরা, দুইটি চাপাতি, আটটি কসটেপসহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
আরআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।