ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ইয়াবা বিক্রির সময় ঢামেক কর্মচারী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
ইয়াবা বিক্রির সময় ঢামেক কর্মচারী আটক

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় ইয়াবা বিক্রির সময় আমিনুল ইসলাম (৩৬) নামে প্রতিষ্ঠানটির চতুর্থ শ্রেণীর এক কর্মচারীকে আটক করেছে র‌্যাব-৩। 

শনিবার (১৩ অক্টোবর) দিনগত রাতে ঢামেক প্রশাসনিক ভবন চত্ত্বর থেকে তাকে আটক করা হয়। আমিনুল ঢামেকের অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।

র‌্যাব-৩, (সিপিসি-২) এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর আবদুল্লাহ আল মারুফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমিনুলকে ইয়াবা বিক্রির সময় হাতে-নাতে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আমিনুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মেজর মারুফ বলেন, দীর্ঘদিন ধরে তিনি ইয়াবা সেবন এবং মাঝে-মধ্যে বিক্রি করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।