শনিবার (১৩ অক্টোবর) দিনগত রাতে ঢামেক প্রশাসনিক ভবন চত্ত্বর থেকে তাকে আটক করা হয়। আমিনুল ঢামেকের অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।
র্যাব-৩, (সিপিসি-২) এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর আবদুল্লাহ আল মারুফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমিনুলকে ইয়াবা বিক্রির সময় হাতে-নাতে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আমিনুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মেজর মারুফ বলেন, দীর্ঘদিন ধরে তিনি ইয়াবা সেবন এবং মাঝে-মধ্যে বিক্রি করে আসছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
পিএম/আরবি/