ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় আঞ্চলিক শ্রমদফতর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
বগুড়ায় আঞ্চলিক শ্রমদফতর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ভিত্তিস্থাপন করছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা। ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ায় আঞ্চলিক শ্রমদফতর ও শ্রমকল্যাণ কেন্দ্রের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান শহরের চকসূত্রাপুর আঞ্চলিক দফতরে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় তিনি পরবর্তীতে বগুড়ায় শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল ও আবাসন কেন্দ্র স্থাপনের ঘোষণাও দেন।

ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বগুড়া আঞ্চলিক দফতরে।

বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বাকী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সচিব ছাড়াও বক্তব্য রাখেন শ্রম অধিদফতরের মহাপরিচালক শিবনাথ রায়, বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদ, আঞ্চলিক দফতরের উপ-পরিচালক খোরশেদ আলম।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণ ও স্বাস্থ্য সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। যেকোনো শ্রমজীবী মানুষ তাদের সমস্যা নিয়ে শ্রমদফতরে এলে তাদের যথাযথ সহায়তা দেওয়া হবে।

প্রায় ৫ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে বগুড়ায় তিনতলা বিশিষ্ট এই ভবন নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এমবিএইচ/এপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।