ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ইউরোপে অবৈধ অভিবাসনকে নিরুৎসাহিত করবে আয়েবা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
ইউরোপে অবৈধ অভিবাসনকে নিরুৎসাহিত করবে আয়েবা আয়েবা কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা

ঢাকা: ইউরোপের যে কোনো দেশে অবৈধ অভিবাসনকে নিরুৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) কার্যনির্বাহী কমিটির ১৪তম সভায়। 

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে শনিবার (১৩ অক্টোবর) আন্তঃদেশীয় এ কমিউনিটি সংগঠনের সভার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। জার্মানি ছাড়াও চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ও রোমানিয়ার দায়িত্বে আছেন এই জ্যেষ্ঠ কূটনীতিক।

আয়েবা সভাপতি ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদিনের সভাপতিত্বে এবং মহাসচিব কাজী এনায়েত উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পোল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইঞ্জিনিয়ার ওমর ফারুক, চেক প্রজাতন্ত্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টিগ্রেশন বিভাগের প্রধান ইয়ান কেপকা, প্রাগের বিখ্যাত চার্লস বিশ্ববিদ্যালয়ের হেড অব চ্যান্সেলর ড. মিলান প্রাসিল, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বারের অন্তর্বর্তীকালীন কমিটির প্রধান শাহগীর বখত ফারুক ও আর্জেন্টিনা-বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট আলীম আল রাজি।  

প্রাগের কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াস উদ্দিন, ডা. ফাইজুল ভূইয়া মামুর, ডা. রমেশ বিশ্বাস, কামাল হেনা ও আজহার কবির বাবু বক্তব্য রাখেন।  

স্বাগতিক চেক প্রজাতন্ত্র ছাড়াও ফ্রান্স, ইতালি, গ্রিস, স্পেন, যুক্তরাজ্য, পোল্যান্ড, সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষ কমিউনিটি নেতারা সভায় যোগ দেন।

জার্মানিতে গত দেড় বছর দায়িত্ব পালন শেষে সদ্য অবসরে যাওয়া রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ আগামী দুই বছরের জন্য বার্লিনেই রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হওয়ায় এবং পটুয়াখালীর পায়রায় বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণকল্পে জার্মানির বিখ্যাত প্রতিষ্ঠান সিমেন্সের ঘোষিত ৭০ হাজার কোটি টাকা (সাত বিলিয়ন ইউরো) বিনিয়োগ নিশ্চিত হওয়ায় আয়েবার পক্ষ থেকে রাষ্ট্রদূত ইমতিয়াজকে বিশেষ সম্মাননা দেওয়া হয় চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত সভায়।  

আয়েবার পরবর্তী (১৫তম) ইসি মিটিং ২৬ জানুয়ারি ২০১৯ সালে দক্ষিণ ইতালির সিসিলি দ্বীপের বিখ্যাত পর্যটন নগরী কাতানিয়ায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।