ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধুসহ ৩জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধুসহ ৩জনের মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুর রূপনগর ও বনানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার দিনগত রাতে ও সোমবার (১৫ অক্টোবর) সকালের দিকে পৃথক এলাকায় এ দুর্ঘটনারগুলো ঘটে।

রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হক বাংলানিউজকে জানান, রোববার রাতে গোড়ান চটবাড়ি পানি উন্নয়ন বোর্ডের সামনের সড়ক দুর্ঘটনায় রাজ্জাক (৪৬) ও তার বন্ধু জাহিদুর রহমান দুদু (৪২) নামে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়।

তিনি আরো জানান, দুই বন্ধু মোটরসাইকেলে করে সাভার থেকে মিরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় কোনো যানবাহনের ধাক্কায় তারা আহত হয়। পরে দ্রুত তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিস্তারিত ঘটনা জানা চেষ্টা করা হচ্ছে। মরদেহ দু'টি ময়না তদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে আছে।

এদিকে বনানী থানার উপ- পরিদর্শক (এসআই) মো. শাহিন আলম বাংলানিউজকে জানান, আর্মি স্টেডিয়ামের সামনের সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (২৭) এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতর পরনে ছিলো জিন্স ও চেকের শার্ট। সোমবার ভোরের দিকে ঘটনাটি ঘটে। ওই যুবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে কোনো যানবাহনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।