ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কদমতলীতে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
কদমতলীতে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার

ঢাকা: রাজধানীর কদমতলী থানা এলাকায় ট্রলি ব্যাগের ভেতর থেকে মানবদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৯ অক্টোবর) দিনগত রাতে কদমতলী পাটেরবাগ একে স্কুলের গলির ময়লার স্তুপ থেকে ট্রলি ব্যাগটি উদ্ধার করা হয়। পরে ব্যাগের ভেতরে কোমর থেকে হাঁটু পর্যন্ত মানবদেহের দু’টি অংশ পাওয়া যায়।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশ দু’টি একটি ট্রলি ব্যাগের ভেতরে এবং আরেকটি স্কুলব্যাগে পাওয়া যায়।  

উদ্ধারকৃত খণ্ডিত অংশ নারী না পুরুষের তা বোঝা যায়নি। তবে পুলিশের ধারণা এটি কোনো পুরুষের দেহের অংশ হবে। ময়লার স্তূপে পাওয়া ট্রলি ব্যাগটি টোকাইরা দেখতে পেয়ে নাড়াচাড়া করছিল। পরে এর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়।

উদ্ধারকৃত মানবদেহের খণ্ডিত অংশ দু’টি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।