ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কারখানার গেট ভেঙে মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
গাজীপুরে কারখানার গেট ভেঙে মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুর: গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার জরুন এলাকায় একটি কারখানার গেট ভেঙে মাথায় পড়ে সুরুজ আলী (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৯ অক্টোবর) রাতে জরুন এলাকায় কেয়া স্পিনিং মিলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।  

নিহত সুরুজ জামালপুর সদর থানা এলাকার মো. আলীর ছেলে।

 

স্থানীয় কাউন্সিলর মো. কাউসার আহম্মেদ জানান, জরুন এলাকায় বাসা ভাড়া থেকে কেয়া স্পিনিং মিলস লিমিটেড কারখানার গুদামে মালামাল লোড-আনলোড করার কাজ করতেন সুরুজ আলী। শুক্রবার রাতে ওই কারখানার গুদামে লোড-আনলোড করছিলেন তিনি। এক পর্যায়ে ওই গুদামের গেটের একটি অংশ ভেঙে সুরুজ আলীর উপরে পড়ে যায়। এসময় তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কোনাবাড়ী থানার ওসি (তদন্ত) কলিন্দ্র চন্দ্র জানান, ওই কারখানার গেটের এক অংশ ভেঙে সুরুজের মাথার উপর পড়ে। এতে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ২০ অক্টোবর, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।