ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে মদ্যপানে ৩ জনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
ঝিনাইদহে মদ্যপানে ৩ জনের মৃত্যু  মদ্যপানে ৩ জনের মৃত্যু। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে মদ্যপানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও দু’জন।

বৃহস্পতিবার (১৮ অক্টোম্বর) ও  শুক্রবার (১৯ অক্টোম্বর) রাতে তারা মদ্যপানে মারা যান।  

মৃতরা হলেন- কালিগঞ্জ কলেজ পাড়ার অখিল দাসের ছেলে বিকাশ দাস ওরফে মুন্না (২৫) , শহরের বিমল মিত্রের ছেলে সুভাংকর মিত্র টিটো ও কালীগঞ্জ শহরের বলিদাপাড়া গ্রামের নির্মল কুমারের ছেলে বাপ্পি (৩৫)।

জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজোর শেষে সবাই মদ খেয়েছিলেন। এর মধ্যে বৃহস্পতিবার রাতে অতিরিক্ত মদ্যপানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান মুন্না। শুক্রবার রাতে মদ্যপানে অসুস্থ হন বাপ্পি, টিটোসহ আরও কয়েকজন। তাদের মধ্যে অবস্থার অবনতি হলে মুন্না ও টিটোকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়া মদ্যপানে অসুস্থ হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন শহরের নিমাই দাসের ছেলে তপন দাস ও নির্মল দাস।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, অতিরিক্ত মদ্যপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে।  কোথা থেকে মদ কিনেছে সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।