ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে গুলিবিদ্ধ মরদেহের পরিচয় শনাক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
বেনাপোলে গুলিবিদ্ধ মরদেহের পরিচয় শনাক্ত

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় গুলিবিদ্ধ মরদেহের পরিচয় পাওয়া গেছে।

শনিবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে নিহতের স্বজনেরা তার মরদেহ শনাক্ত করে।

মরদেহটি বেনাপোল পৌরসভার দিঘীরপাড় গ্রামের মৃত নুর ইসলাম ভজার ছেলে মাদকবিক্রেতা আবু বাক্কা (৪০)।

বেনাপোল পোর্টথানার উপ পরিদর্শক (এসআই) মিজান  বাংলানিউজকে জানান, খোঁজখবর নিয়ে জানা গেছে বাক্কা হোসেন এলাকার একজন চিহ্নিত মাদকবিক্রেতা। তার নামে পোর্টথানায় মাদকের মামলা রয়েছে।

ধারণা করা হচ্ছে মাদকবিক্রেতাদের মধ্যে গুলি বিনিময়কালে তার মৃত হয়েছে।   মরদেহ  ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এর আগে শনিবার ভোরে স্থানীয়রা বেনাপোলে বড় আচড়া গ্রামের চারা বটতলাস্থানে ওই ব্যক্তির গুলিবিদ্ধ মরদহে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।