ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে পিস্তলসহ ছিনতাইকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
ঝিনাইদহে পিস্তলসহ ছিনতাইকারী আটক বিদেশি পিস্তলসহ আটক শাহ আলম খান জিয়া। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহে শৈলকুপায় বিদেশি পিস্তলসহ শাহ আলম খান জিয়া নামে এক ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শনিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার চন্ডিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। জিয়া গোপালগঞ্জের মুকসিদপুর উপজেলার গুনহার গ্রামের শহিদ খানের ছেলে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চন্ডিপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে জিয়া নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল (৯-এমএম) জব্দ করা হয়। এ সময় জব্দ করা হয় তার ব্যবহৃত মোটরসাইকেলটি।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।