ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের তিন দিন পর মিললো মাঝির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
নিখোঁজের তিন দিন পর মিললো মাঝির মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাগলা নদীতে নিখোঁজ হওয়ার তিনদিন পর আনোয়ার হোসেন (৩২) নামে এক মাঝির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণনগরে পাগলা নদীতে মরদেহ ভেসে উঠলে উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার কৃষ্ণনগর গ্রামের পূর্বপাড়া মহল্লার গোলাম হোসেনের ছেলে।

গত রোববার (২৫ নভেম্বর) দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হোসেন বাংলানিউজকে জানান, গত রোববার দুপুরে আনোয়ার তার ইঞ্জিনচালিত নৌকায় করে কৃষ্ণনগর বাজার থেকে যাত্রী নিয়ে স্থানীয় মেরকুটা গ্রামে যাচ্ছিলেন। ওই যাত্রীরা জানিয়েছেন তাদের নামিয়ে পুনরায় নৌকাটি নিয়ে কিছুদূর যাওয়ার পর তিন মোহনায় গিয়ে ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ তারা দেখেন নৌকায় মাঝি নেই।  

তারা আরও জানান, স্থানীয়দের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া থেকে ডুবুরি দল এসে অনেক খোঁজাখুজি করেও আনোয়ারের সন্ধান পায়নি। মঙ্গলবার দুপুরে নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।