ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেয়র হানিফের রাজনৈতিক প্রজ্ঞা অনুকরণীয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
মেয়র হানিফের রাজনৈতিক প্রজ্ঞা অনুকরণীয় সভায় বক্তব্য রাখেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ ছিলেন একজন বিচক্ষণ রাজনীতিবিদ। তার রাজনৈতিক প্রজ্ঞা বিচক্ষণতা দেশপ্রেম মানব হিতৈষী চিন্তাধারা অনুকরণীয় এবং অনুসরণীয় বলে উল্লেখ করেছেন তার ছেলে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদ আয়োজিত মেয়র মোহাম্মদ হানিফের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র সাঈদ খোকন বলেন, মানুষের মুক্তি সংগ্রামে তিনি অকুতোভয় সৈনিক ছিলেন।

ঢাকার মেয়র হিসেবে তিনি রাজধানীর উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন যা ঢাকাবাসী আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ মানিকের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরা, ছাত্রলীগ দক্ষিণের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

এর আগে ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে নারকীয় গ্রেনেড হামলায় স্প্লিন্টারের আঘাতে আহত হন তিনি। পরে ২০০৬ সালের ২৮ নভেম্বর রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এসএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।