ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ২৫ মণ জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
বরিশালে ২৫ মণ জাটকা জব্দ বরিশাল

বরিশাল: বরিশাল নগরের সিএন্ডবি রোডে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা জব্দ করেছে সদর নৌ থানা পুলিশ। তবে এ অভিযানের সময় জাটকা পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন জানান, রাত ১০টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোডের মৎস্য ভবনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় পটুয়াখালীর কুয়াকাটা থেকে ঢাকাগামী মিম-জাল নামক যাত্রীবাহি একটি বাসে তল্লাশি চালিয়ে ৫টি ঝুড়িতে থাকা আনুমানিক ২৫ মন পরিমান জাটকা জব্দ করা হয়।

পরে জব্দকৃত জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোডিং ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।  

বাংলা‌দেশ সময়: ০৬৫৭ ঘন্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এমএস/এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।