ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে নারীসহ ২ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
হবিগঞ্জে নারীসহ ২ মাদকবিক্রেতা আটক

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে নারীসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতর।

বুধবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার জগদীশপুর তেমুনিয়ার মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- মাধবপুর উপজেলার চাইয়াল গ্রামের আব্দুল হামিদের ছেলে হৃদয় মিয়া ওরফে স্বপন (১৮) ও একই উপজেলার উত্তর সুরমা সুলতানপুর গ্রামের সাধন দাসের স্ত্রী অঞ্জনা দাস (৪০)।

 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০ পিস ইয়াবা ও গাঁজাসহ ওই দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।