ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে একটি মার্কেটের আন্ডারগ্রাউন্ড থেকে নূর বেগম (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকার মাকসুদা গার্ডেন নামে একটি মার্কেটের আন্ডারগ্রাউন্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহতের স্বামীর নাম কবির হোসেন, তিনি আগানগর ইস্পাহানি এলাকায় ভাড়া থেকে বিভিন্ন মার্কেটে টিফিন কেরিয়ারে করে ভাত বিক্রির কাজ করতেন।

 

নিহতের স্বামী কবির জানান, নূর বেগম দুপুরে ভাত বিক্রির জন্য বের হয়ে আর ফিরে আসেননি। সন্ধ্যার পর আমরা তাকে খুঁজতে থাকি। পরে রাতে পুলিশ মার্কেটের আন্ডারগ্রাউন্ড থেকে তার মরদেহ উদ্ধার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, মরদেহের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে ইটের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।