ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
মুকসুদপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ট্রাকের চাপায় সাত্তার শেখ (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। 

ঘটনার পর পুলিশ ট্রাকসহ চালক রাসেলকে (৩৫) আটক করেছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সাত্তার শেখ গঙ্গারামপুর গ্রামের কালু শেখের ছেলে।

মুকসুদপুরের সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম বাংলানিউজকে জানিয়েছেন, গঙ্গারামপুর  রাস্তার পাশে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন ভ্যানচালক সাত্তার শেখ। এ সময় পেঁয়াজ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।   

তিনি আরও জানান, ট্রাকটি যশোর থেকে পেঁয়াজ নিয়ে শরিয়তপুর যাচ্ছিলো।  

বাংলাদেশ সময়: ১২৩৩, ডিসেম্বর ২১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।