ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে জামায়াত নেতাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
সৈয়দপুরে জামায়াত নেতাসহ আটক ২

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে জামায়াত নেতাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর শাহপাড়া থেকে তাদের আটক করা হয়।
 
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে আটকদের জেলা কারাগারে পাঠানো হয়।

 

আটক জামায়াত নেতা মো. খয়রাত হোসেন বসুনিয়া। তিনি জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি।

অপরদিকে আটক ব্যবসায়ী মো. হায়দার আলী সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের মেসার্স কায়সার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তার ভাই মোস্তফা জামান কাওসার জামায়াত কর্মী বলে জানা গেছে। আটক দুইজনের বাড়ি উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর শাহপাড়ায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, আটকদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।