ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই মৌসুম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই মৌসুম শুরু জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠান ও দোয়া-মাহফিল। ছবি : বাংলানিউজ

জয়পুরহাট: দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে ২০১৮-১৯ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে। এ মৌসুমে ৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য রয়েছে চিনিকলসংশ্লিষ্টদের।

গত মৌসুমের সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ৯শ মেট্রিক টন চিনি অবিক্রিত রেখেই আগামী ৪৮ দিন আখ মাড়াইয়ের কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে চিনিকল-কর্তৃপক্ষ।

মৌসুম উদ্বোধন উপলক্ষে চিনিকল চত্বরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এফএম জিয়াউল ফারুক, প্রবীণ আখচাষী ও সাবেক এমপি আব্বাস আলী মন্ডল ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের যাত্রা শুরু করেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এমএমইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।