ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চালকের আসনে হেলপার, ট্রাকচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
চালকের আসনে হেলপার, ট্রাকচাপায় নারী নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরায় ট্রাকচাপায় মনোয়ারা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। চালকের পরিবর্তে হেলপার আবুল কাসেম ট্রাক চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় ট্রাকসহ তাকে আটক করেছে পুলিশ।

নিহত মনোয়ারা খাতুন শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মহর আলীর স্ত্রী।

আটক আবুল কাসেম সাতক্ষীরা পৌরসভার বাটকেখালি গ্রামের ছিয়ার আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলা‌নিউজকে জানান, রোববার (৬ জানুয়া‌রি) দুপুরে ভ্যানে করে বাড়ি থেকে জেলা শহরে আসছিলেন মনোয়ারা। পথে জেলা শহরের বাঁকাল এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে শরীর থে‌কে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তিনি আরো জানান, ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার আবুল কাশেম। খবর পেয়ে পুলিশ ট্রাকসহ তাকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।