ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে সৈয়দ আশরাফের তৃতীয় জানাজা সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
ময়মনসিংহে সৈয়দ আশরাফের তৃতীয় জানাজা সম্পন্ন ময়মনসিংহে সৈয়দ আশরাফের জানাজায় জনসমুদ্র/ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে আওয়ামী লীগের দু’বারের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জানাজায় জনতার ঢল নামে। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই জানাজায় অংশ নেয়।

 

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ভাই ডা. সৈয়দ মঞ্জুরুল ইসলাম।  

জানাজায় ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদুল হাসান, মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিবসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।  

এর আগে দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে নগরীর সার্কিট হাউজ মাঠে সৈয়দ আশরাফের মরদেহ এসে পৌঁছে। পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে নিয়ে যাওয়া হয়।  

সেখানে নামাজে জানাজা শেষে ময়মনসিংহে জন্ম নেওয়া এই খ্যাতিমান রাজনীতিককে চোখের জলে শেষ বিদায় জানান তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের সহকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ।  

বিকেলে ঢাকার বনানী কবরস্থানে সৈয়দ আশরাফকে সমাহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮ 
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।