ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাপানের মন্ত্রী তোশিমিতসু মোতেগি ঢাকায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
জাপানের মন্ত্রী তোশিমিতসু মোতেগি ঢাকায়

ঢাকা: জাপানের অর্থনৈতিক পুনরুদ্ধার বিষয়ক মন্ত্রী তোশিমিতসু মোতেগি তিন দিনের সফরে ঢাকা এসেছেন। জাপানি মন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। 

সোমবার দুপুর ২টায় ঢাকায় পৌঁছেছেন তোশিমিতসু মোতেগি। তিনি মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া সিলেট সফর করবেন জাপানি মন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাপানের মন্ত্রী সফরকালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। তার ঢাকা সফরকালে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক  হবে।

জাপানের মন্ত্রী তোশিমিতসু মোতেগি অর্থনৈতিক পুনরুদ্ধার বিষয় ছাড়াও মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও অর্থ-রাজস্ব নীতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।