ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেজি দরে সরকারি নতুন বই বিক্রি, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
কেজি দরে সরকারি নতুন বই বিক্রি, আটক ২

হবিগঞ্জ: হবিগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২০১৮-২০১৯ সালের ৫ হাজারের অধিক সরকারি নতুন বই জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটকরা হলেন- লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের আমিরুল মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০) ও একই গ্রামের নূর মিয়ার ছেলে হাশিম মিয়া (৩৫)।

পুলিশ জানায়, আটক দুইজনেই ভাঙাড়ি ব্যবসায়ী। বইগুলো তারা কেজি হিসেবে ক্রয় করে দোকানে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। জব্দকৃত বইগুলো অষ্টম, পঞ্চম ও তৃতীয় শ্রেণির।  

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক বাংলানিউজকে জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।