ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কলমাকান্দায় ২৮৯ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
কলমাকান্দায় ২৮৯ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক আটক মনিরুজ্জামান সোহাগ

নেত্রকোণা: নেত্রকোণার কলমাকান্দা উপজেলা থেকে ২৮৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মনিরুজ্জামান সোহাগ (২৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাদক বিক্রেতা সোহাগ একই উপজেলার পাবই গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১৪ এর একটি দল কিশোরগঞ্জ থেকে নেত্রকোণা জেলার কলমাকান্দার সিধলী এলাকায় অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন র‌্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. শোভন খান। অভিযানে ২৮৯ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা সোহাগকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।