ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালকিনিতে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
কালকিনিতে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে শুকতারা নামে দশম শ্রেণির এক ছাত্রীকে কুপিয় জখম করেছে রুপম আকন (৩০) নামে এক যুবক।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কালকিনি পৌরসভার ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে।  

আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সে কালকিনি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ি থেকে হেঁটে স্কুলে যাচ্ছিল শুকতারা। বাড়ির পাশের রাস্তায় একা পেয়ে এলাকার বখাটে রুপম আকন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  
রুপম কালকিনির সাহেবরামপুর এলাকার সালাম আকনের ছেলে।  

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।