ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
পাঁচবিবিতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার গুলিবিদ্ধ গুলিবিদ্ধ ডাকাত সর্দার ছানোয়ার। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া সড়কে ডাকাতি প্রস্ততির সময় পুলিশ ও ডাকাতদলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ছানোয়ার নামে এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২০ জানুয়ারি) দিবাগত রাত সোয়া দুইটার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। আহত ছানোয়ার পাঁচবিবি উপজেলার জিনাইল গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বাংলানিউজকে জানান, রাতে একদল ডাকাত চাঁনপাড়া সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল-এমন সংবাদ পেয়ে টহল
পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ছানোয়ার গুলিবিদ্ধ হয়।  

পরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় সেখান থেকে একটি রিভলভার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছানোয়ারের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের পাঁচটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।