ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে এটিএম বুথ থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
রাজধানীতে এটিএম বুথ থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর বারিধারায় যমুনা ব্যাংকের এটিএম বুথের ভেতরে শামীম (২৪) নামে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ঘুমন্ত অবস্থায় মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (২১ জানুয়ারি) সকালে দুই পথচারী মরদেহটি দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ বারিধারা জে ব্লকে যমুনা ব্যাংকের বুথটি থেকে তা উদ্ধার করে নিয়ে যায়।


 
ভাটারা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বিলকিস বাংলানিউজকে বলেন, শামীম রাতে বুথে ঘুমিয়েছিলেন। মরদেহ উদ্ধারের সময় মাথা থ্যাতলানো দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় তাকে আঘাত করে হত্যা করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান ডিউটি অফিসার বিলকিস।

শামীম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নজরুল ইসলামের ছেলে। তার স্বজনদের বরাত দিয়ে ভাটারা থানার এসআই শাহাবুদ্দিন মুন্সি বাংলানিউজকে বলেন, কিছুদিন আগে মোবাইল নিয়ে ঝগড়ার জেরে শামীমের ছোট ভাইকে মারধর করে একই এলাকার কয়েকজন। এর তীব্র প্রতিবাদ করেন শামীম। এরই জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

বুথের ভেতরে সিসি ক্যামেরা ভাঙা ছিল জানিয়ে এসআই শাহাবুদ্দিন বলেন, বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।