ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বদলগাছীতে ১০৪ কেজি গাঁজাসহ নারী আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
বদলগাছীতে ১০৪ কেজি গাঁজাসহ নারী আটক  গাঁজাসহ আটক খোরশেদা বেগম। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে ১০৪ কেজি গাঁজাসহ খোরশেদা বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার সোহাসা গ্রাম থেকে তাকে আটক করা হয়। খোরশেদা ওই গ্রামের আজাদ প্রামাণিকের স্ত্রী।

 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল মালেক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মাদকবিক্রেতা আজাদ প্রামাণিকের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির গোয়াল ঘরে পুঁতে রাখা দু’টি ড্রামে রক্ষিত প্লাস্টিকের বাক্সের মধ্যে থেকে ১০৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আজাদ পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।