ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী আমজাদ (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বড় শালঘর ইউনিয়নের ইষ্টগ্রাম এলাকায় সজিব ব্রিকফিল্ডে এ ঘটনা ঘটে।

আলী আমজাদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাহানপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই ইটভাটায় মোবাইল চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রমিক আলী আমজাদ। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল বাংলানিউজকে জানান, দুপুরে তার মরদেহ থানায় আনা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।