মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর বড়ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। শাহিনুর বড়ভিটা গ্রামের মো. আকবার আলীর ছেলে।
বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলার রহমান বাংলানিউজকে বলেন, বসতঘরের বৈদ্যুতিক সুইচ বোর্ডের সংযোগ ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় শাহিনুর ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, শাহিনুর বসতঘরের সুইচ বোর্ডের সংযোগ দিয়ে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ব্যাপরে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
ওএইচ/