কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলো, ঢাকা গাজীপুর টঙ্গী থানার আরিচপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল মুত্তালিব।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৫ মে সকালে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করতে যায় পাসপোর্টধারী যাত্রী আব্দুল মুত্তালিব।
ওইদিনই জব্দ হওয়া স্বর্ণসহ আব্দুল মুত্তালিবকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি স্বর্ণ চোরাচালান মামলা দায়ের করেন শুল্ক ও গোয়েন্দা তদন্ত বিভাগের (বেনাপোল সার্কেল) সহকারী রাজস্ব কর্মকর্তা সাজিবুল ইসলাম।
পরে একই বছরের ৩০ জুন আব্দুল মুত্তালিবকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন দামুড়হুদা মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) জিএম ইমদাদুল হক।
এরপর মঙ্গলর বিকেলে ১৪জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যাচাই বাছাই শেষে আসামি আব্দুল মুত্তালিবকে দোষী সাবস্ত্য করে তার উপস্থিতিতে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫বি (১)(এ) ধারায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে তাকে জেলহাজতে প্রেরণ করেন।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এসএইচ