ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বু‌দ্ধিজীবী‌দের স্মর‌ণে সাতক্ষীরায় মোমবাতি প্রজ্জ্বলন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
বু‌দ্ধিজীবী‌দের স্মর‌ণে সাতক্ষীরায় মোমবাতি প্রজ্জ্বলন 

সাতক্ষীরা: শহীদ বু‌দ্ধিজীবী দিবস উপল‌ক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনা‌রে এক হাজার মোমবা‌তি প্রজ্জ্বলন ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১৪ ডি‌সেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসন এ কর্মসূ‌চির আ‌য়োজন ক‌রে।  

সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামা‌লের সভাপ‌তি‌ত্বে বক্তব্য রা‌খেন সাতক্ষীরা-১ আস‌নের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আস‌নের সংসদ সদস্য মু‌ক্তি‌যোদ্ধা মীর মোস্তাক আহ‌মেদ র‌বি, পু‌লিশ সুপার মোস্তা‌ফিজুর রহমান, সদর উপ‌জেলার সা‌বেক মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম, জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদ সন্তান কামা‌ন্ডের সদস্য স‌চিব লায়লা পারভীন সেজু‌তি প্রমুখ।

 

সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামা‌ল নিজ অফি‌সে মু‌ক্তি‌যোদ্ধা‌দের সম্মানে বি‌শেষ চেয়ার স্থাপ‌নের ঘোষণা দেন।
 
এর আগে, শহীদ বু‌দ্ধিজীবী‌দের স্মর‌ণে শহীদ বেদিতে এক হাজার মোমবা‌তি প্রজ্জ্বলন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।