ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে রেলওয়ে কর্তৃক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
ঈশ্বরদীতে রেলওয়ে কর্তৃক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ঈশ্বরদী, পাবনা: পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন বিভিন্ন রেলওয়ে স্টেশনের ৩২ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছেন পাকশী বিভাগীয় দপ্তর।

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের পাকশী রেল ফুটবল মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রত্যেক মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা পুরস্কার ও ফুলের শুভেচ্ছা জানিয়ে তাদের অভিবাদন জানানো হয়।

 পুরস্কার তুলে দেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আসাদুল হক।

পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় বিভিন্ন রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী সংবর্ধনা পেয়েছেন তারা হলেন-  আব্দুর রহিম টিনু, সামছুজ্জোহা, জহুরুল হক, আব্দুল ওয়াহাব, আ. বারী, রুহুল আমিন, আলি আজাদ বিশ্বাস, আব্দুর জব্বার, জহুরুল ইসলাম, ছিদ্দিকুল ইসলাম হাবিবুর রহমান, নুর মোহাম্মদ, মো. আতাউর রহমান, আব্দুল মজিদ, আ. গফুর আনছারী, আব্দুস সামাদ, জালাল উদ্দীন, মো. মোক্তার হোসেন, একেএম আনোয়ারুল ইসলাম, রেজাউল করিম, মহসিন আলী, আফতাব উদ্দিন, শহিদুর রহমান, আব্দুর রহমান রাঙ্গা, মো. আমিরুল ইসলাম, আজিজুর রহমান টুকু, আমিরুল ইসলাম, আব্দুল মতিন,  আসাদুল হক, আছমত আলী, আব্দুল মতিন, মন্টু আলি।   

এসময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-১ মো. মনিরুজ্জামান মনির, বিভাগীয় প্রকৌশল-২ আ. রহিম, বিভাগীয় সংকেত ও টেলিকম প্রকৌশলী রুবাইয়াত শরীফ প্রান্ত, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মচারী, ইকবাল হায়দার, নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।