ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ঢাকা: রাজধানীর আসাদগেটে বাসের ধাক্কায় আশরাফ উদ্দিন দেওয়ান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আশরাফ উদ্দিন দেওয়ানের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার খালপাড় গ্রামে। তিনি কল্যাণপুরের একটি বাসায় থাকতেন।

নিহত বৃদ্ধার মেয়ে তানিয়া আক্তার বাংলানিউজকে বলেন, অফিসে যাওয়ার জন্য বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হন বাবা। এর কিছুক্ষণ পরেই বাবার দুর্ঘটনার খবর পাই। প্রথমে বাবাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বাংলানিউজকে বলেন, রাস্তা পার হওয়ার সময় আসাদগেটস্থ কেয়ার হাসপাতালের সামনের রাস্তায় প্রজাপতি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।  

তিনি বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।  তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।