বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হাইওয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি তানভীর হায়দার চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারাদেশে তাপমাত্রা কমে এসেছে।
বর্তমানে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেকটাই কমে এসেছে। ফলে মহাসড়কে পথচারী ও বিপরীত দিক থেকে আসা যানবাহন সম্পর্কে ধারণা না পাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা থাকছে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কমতে পারে।
এ অবস্থায় হাইওয়ে পুলিশের সব রিজিয়নের থানা/ফাঁড়ির ইনচার্জ, ডিউটিরত টহল দল এবং মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকদের রাস্তায় ফগলাইট ব্যবহার ও গতিসীমা সীমিত রেখে অধিক সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
পিএম/একে