ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মাপে কারচুপি করায় ৬ ইটভাটাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
মানিকগঞ্জে মাপে কারচুপি করায় ৬ ইটভাটাকে জরিমানা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সদর ও সাটুরিয়া উপজেলায় মাপে কারচুপি করার অপরাধে ৬ ভাটা মালিককে ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিদপ্তর।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয়ের  সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।  

জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলোর মধ্যে সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া এলাকার এমএসবি ইটভাটাকে ৫০ হাজার, ধানকোড়া এলাকার এএবি ভাটা মালিককে ৫০ হাজার, একই এলাকার কেবিএম ভাটাকে ৫০ হাজার, হক ভাটাকে ৫০ হাজার, এম আলী ভাটাকে ৫০ হাজার এবং এমকেএস ভাটা মালিককে ৯০ হাজার টাকা হয়েছে।

মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক অাসাদুজ্জামান রুমেল বাংলানিউজকে বলেন, পরিমাপে কারচুপি করার অপরাধে সদর ও সাটুরিয়া উপজেলার ৬টি ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে এবং ৭ দিনের মধ্যে ইট কাটার ফর্মা (মাপ) ঠিক করতে বলা হয়েছে। এছাড়া এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।