ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিদিন হাজিরার শর্তে সাখাওয়াতের জামিন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
প্রতিদিন হাজিরার শর্তে সাখাওয়াতের জামিন 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে প্রতিদিনের হাজিরা শর্তে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে সাখাওয়াত হোসেন খানের পক্ষে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। সাখাওয়াতের আইনজীবী অ্যাডভোকেট বারী ভূইয়া এ তথ্য জানান।

 

২০১৮ সালের মে মাসের একটি নাশকতা মামলায় গত ১৯ ডিসেম্বর বাড়ি থেকে গ্রেফতার করা হয় সাখাওয়াতকে। পরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে ২০ ও ২১ ডিসেম্বর তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এমআরপি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।