ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কোনো ধর্মেই নারীদের কর্মে নিষেধ নেই: নওফেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
কোনো ধর্মেই নারীদের কর্মে নিষেধ নেই: নওফেল

নারায়ণগঞ্জ: মেয়েরা বর্তমানে যে হারে উচ্চশিক্ষা নিচ্ছে, সেই হার কাজ-কর্মে আসতে পারছে না। কোনো  না কোনো কারণে তারা সাহস হারিয়ে ফেলছে। অনেক ক্ষেত্রেই ধর্ম বা সমাজের দোহাই দিয়ে মেয়েদের পিছিয়ে রাখার ষড়যন্ত্র হয়। কিন্তু কোনো ধর্মেই নারীদের কর্মে নিষেধ নেই। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জ মর্গ্যান গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।  

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, বর্তমান সময়ে মেয়েরা যেই হারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, সেই পরিমাণে কাজে-কর্মে আসতে পারছে না।

কেননা বিভিন্ন কারণে তারা সাহস হারিয়ে ফেলছে। তোমাদের ওপর রাষ্ট্র লাখ লাখ, কোটি কোটি টাকা খরচ করছে। তাই তোমাদের কর্মমুখী হওয়া দরকার। কোনো ধর্মেই নারীদের কর্মে বাধা দেওয়ার ব্যাপার নেই। যারা এই বাধা-নিষেধ দিচ্ছে তারা মেয়েদের পিছিয়ে রাখার ষড়যন্ত্র করছে।

বর্তমান সরকার শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসারে কাজ করছে উল্লেখ করে নওফেল বলেন, আমরা কখনো ভাবতে পারিনি বেসরকারি স্কুলেও সরকার বিল্ডিং বানিয়ে দেবে। আমরা যখন পড়াশোনা করেছি তখন এই কথা ভাবতে পারিনি। আজকে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে শুধু নারী সমাজ নয় সারা বাংলাদেশ এগিয়ে চলছে। সারা বিশ্বের কাছে এ দেশ বিস্ময়। জননেত্রী শেখ হাসিনা গ্রামেগঞ্জে সবখানে সরকারি-বেসরকারি সব স্কুলের অবকাঠামো নির্মাণ করে দিচ্ছেন। শুধু অবকাঠামো নয় ল্যাপটপ থেকে শুরু করে শিক্ষাসামগ্রী, শিক্ষকদের মাসিক বেতন, শিশুদের হাতে হাতে বছরের শুরুতেই ৩৫ কোটি বই তুলে দেওয়া হচ্ছে।  

এদিন শিক্ষা উপমন্ত্রীর কাছে মর্গ্যান গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামোগত কিছু দাবির কথা তুলে ধরয়া হলে তিনি বলেন, আপনাদের যেই দাবি থাকুকনা কেন আমি আশ্বস্ত করতে চাই শেখ হাসিনার সরকারের কাছে কোনো দাবিই অপূর্ণ থাকবে না। এই বিদ্যালয়ের ডিজাইন দেখে আমাদের শিক্ষা প্রকৌশলী অবশ্যই একটা সিদ্ধান্ত নেবেন। আর একাডেমিক স্বীকৃতির বিষয়ে আমরা ব্যবস্থা নেবো। যেসব বিধিবিধান আছে সেসব দেখে ব্যবস্থা নেবো।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে নওফেল আরও বলেন, আজ তোমরা একটি ঐতিহাসিক সময়ে এখানে উপস্থিত হয়েছ। কারণ এটি হচ্ছে মুজিববর্ষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একশ’ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। আমরা তার জন্মের একশ’ বছর পর তা উদযাপন করে জানিয়ে দিতে চাই, আমরা তার জন্য কতোটা ধন্য, কতোটা কৃতজ্ঞ। তিনি না হলে এগুলোর কিছুই সম্ভব হতো না।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের সভাপতি ও স্কুলের গভর্নিং বডির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, অধ্যক্ষ অশোক কুমার সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমআরপি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।