ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
মুন্সিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

মুন্সীগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে পুরাতন ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত ছয়জনের মধ্যে চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হয়েছে।

শনিবার (০৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ঢাকাগামী তাজ আনন্দ পরিবহনের সঙ্গে মাওয়াগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট সঞ্চয় কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, আটজন যাত্রী নিয়ে মাওয়া যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে একটি বাসকে ওভারটেক করার সময় আনন্দ পরিবহনের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালকসহ দুইজন। আহত অবস্থায় দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ও ছয়জনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মাইক্রোবাস ও বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।