ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে জেএমবির ৪ সক্রিয় সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
নারায়ণগঞ্জে জেএমবির ৪ সক্রিয় সদস্য আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (০৭ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার। এ সময় বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

এর আগে ৬ মার্চ দিনগত রাতে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক জেএমবি সদস্যরা হলেন- চট্টগ্রামের হাটহাজারী এলাকার মাশরুর আনোয়ার চৌধুরী (৩১), কাওসার আলম (২৮), পাঁচলাইশ এলাকার আসিফ ইবতিয়াজ মোহাম্মদ রিবাত (২৭) ও কুমিল্লার বরুড়া এলাকার রাকিবুল ইসলাম (২৫)।

র‍্যাব জানায়, মাশরুর আনোয়ার চৌধুরী, মোহাম্মদ কাওসার আলম ও আসিফ ইবতিয়াজ মোহাম্মদ রিবাত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছে এবং রাকিবুল ইসলাম নারায়ণগঞ্জের একটি মাদরাসায় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিল। অনলাইনের মাধ্যমে উপরোক্ত জেএমবি সদস্যদের সঙ্গে রাকিবুলের পরিচয় ঘটে। রাকিবুলের পরিচয়ের সূত্র ধরেই মাশরুর আনোয়ার চৌধুরী, মোহাম্মদ কাওসার আলম ও আসিফ ইবতিয়াজ মোহাম্মদ রিবাতসহ আরও কিছু জেএমবি সদস্য ফতুল্লা সাইনবোর্ড এলাকায় গোপন বৈঠকে মিলিত হলে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল তাদের সেখান থেকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।