শনিবার (০৭ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার। এ সময় বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
এর আগে ৬ মার্চ দিনগত রাতে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক জেএমবি সদস্যরা হলেন- চট্টগ্রামের হাটহাজারী এলাকার মাশরুর আনোয়ার চৌধুরী (৩১), কাওসার আলম (২৮), পাঁচলাইশ এলাকার আসিফ ইবতিয়াজ মোহাম্মদ রিবাত (২৭) ও কুমিল্লার বরুড়া এলাকার রাকিবুল ইসলাম (২৫)।
র্যাব জানায়, মাশরুর আনোয়ার চৌধুরী, মোহাম্মদ কাওসার আলম ও আসিফ ইবতিয়াজ মোহাম্মদ রিবাত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছে এবং রাকিবুল ইসলাম নারায়ণগঞ্জের একটি মাদরাসায় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিল। অনলাইনের মাধ্যমে উপরোক্ত জেএমবি সদস্যদের সঙ্গে রাকিবুলের পরিচয় ঘটে। রাকিবুলের পরিচয়ের সূত্র ধরেই মাশরুর আনোয়ার চৌধুরী, মোহাম্মদ কাওসার আলম ও আসিফ ইবতিয়াজ মোহাম্মদ রিবাতসহ আরও কিছু জেএমবি সদস্য ফতুল্লা সাইনবোর্ড এলাকায় গোপন বৈঠকে মিলিত হলে র্যাব-১১ এর একটি আভিযানিক দল তাদের সেখান থেকে আটক করে।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এইচএডি/