বাগেরহাট: র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার (০৮ মার্চ) সকালে স্বাধীনতা উদ্যান থেকে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।
জেলা প্রশাসক মামুনুর রশীদের নেতৃত্বে র্যালিতে সরকারি ও বেসরকারি এবং বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নেতারা অংশ নেন।
র্যালি শেষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা হাসনা হেনার সভাপতিত্বে বাগেরহাট এসিলাহা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক কামরুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শরিফা খানম, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, সনাকের সভাপতি অধ্যাপক চৌধুরী আব্দুর রউফসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শুধু আন্তর্জাতিক নারী দিবসের এ বিশেষ দিন নয়। বছরের প্রত্যেকটি দিন নারী ও কন্যা শিশুদের সম্মান দিতে হবে। নারীদের অধিকার প্রতিষ্ঠা, সব ধরনের সহিংসতা, নারী এবং কন্যাশিশু নির্যাতন বন্ধে সবাইকে কাজ করার আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।