ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে হোম কোয়ারেন্টিন ছাড়লেন ৬৫ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
সিলেটে হোম কোয়ারেন্টিন ছাড়লেন ৬৫ জন

সিলেট: সিলেটে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৫ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩৬ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এ নিয়ে বিভাগজুড়ে ১ হাজার ৯৫৪ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৩৬ জনের মধ্যে সিলেটে ২৫, সুনামগঞ্জে ৬৫, হবিগঞ্জে ১৬০ ও মৌলভীবাজারে ৮৬ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়। এ নিয়ে বিভাগের মধ্যে সিলেটে সর্বমোট ৭৭০, সুনামগঞ্জে ২৬৪, হবিগঞ্জে ৪৭৬ ও মৌলভীবাজারে ৪৪৪ জন কোয়ারেন্টিনে আছেন।

তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি থেকে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত বিভাগের মধ্যে প্রবাস থেকে ফিরেছেন ২৬ হাজার ৭৩৭ জন। সর্বশেষ সোমবার  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ফিরেছেন ৩৪ জন। তারা সবাই যুক্তরাজ্যফেরত। আর তামাবিল স্থলবন্দর দিয়ে ফিরেছেন সাতজন।   

এদিকে, সিলেটে বিপুল সংখ্যক লোক হোম কোয়ারেন্টিনে রাখা হলেও এই ব্যবস্থা কতোটা কার্যকর এই নিয়ে প্রশ্ন ওঠেছে। হোম কোয়ারেন্টিনে যাদের রাখা হচ্ছে তারা হোম কোয়ারেন্টিনে থাকছেন না বলেও অভিযোগ উঠছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক আনিসুর রহমান বলেছেন, কেউ কোয়ারেন্টিনে না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। হোম কোয়ারেন্টিনে যারা আছেন তাদের ব্যাপারে প্রশাসন নজরদারি রাখছে।

বাংলাদেশ সময়: ০৪৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।