স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৩৬ জনের মধ্যে সিলেটে ২৫, সুনামগঞ্জে ৬৫, হবিগঞ্জে ১৬০ ও মৌলভীবাজারে ৮৬ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়। এ নিয়ে বিভাগের মধ্যে সিলেটে সর্বমোট ৭৭০, সুনামগঞ্জে ২৬৪, হবিগঞ্জে ৪৭৬ ও মৌলভীবাজারে ৪৪৪ জন কোয়ারেন্টিনে আছেন।
তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি থেকে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত বিভাগের মধ্যে প্রবাস থেকে ফিরেছেন ২৬ হাজার ৭৩৭ জন। সর্বশেষ সোমবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ফিরেছেন ৩৪ জন। তারা সবাই যুক্তরাজ্যফেরত। আর তামাবিল স্থলবন্দর দিয়ে ফিরেছেন সাতজন।
এদিকে, সিলেটে বিপুল সংখ্যক লোক হোম কোয়ারেন্টিনে রাখা হলেও এই ব্যবস্থা কতোটা কার্যকর এই নিয়ে প্রশ্ন ওঠেছে। হোম কোয়ারেন্টিনে যাদের রাখা হচ্ছে তারা হোম কোয়ারেন্টিনে থাকছেন না বলেও অভিযোগ উঠছে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক আনিসুর রহমান বলেছেন, কেউ কোয়ারেন্টিনে না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। হোম কোয়ারেন্টিনে যারা আছেন তাদের ব্যাপারে প্রশাসন নজরদারি রাখছে।
বাংলাদেশ সময়: ০৪৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এনইউ/এএটি