ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

২ হাজার পিপিই দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
২ হাজার পিপিই দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নসরুল হামিদ

ঢাকা: দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩। মৃত্যু হয়েছে ৩ জনের। করোনা ভাইরাস মোকাবিলায় পুলিশ সদস্যদের যেকোনো দুর্যোগ বা সংকটময় সময়েও দায়িত্ব পালন করতে হয়। পুলিশ সদস্যদের নিরাপত্তায় দুই হাজার পিপিই (পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) তুলে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

পিপিই তুলে দেওয়ার বিষয়টি ফেসবুকে শেয়ার করে নজরুল হামিদ বলেন, করোনা ভাইরাস সংক্রমণের এই সংকটময় সময়ে পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ এবং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ভাইয়ের হাতে ২ হাজার পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) তুলে দিয়েছি। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে। এখন এই বৈশ্বিক সংকটের সময় অনুরোধ করবো যার যার জায়গা থেকে সবাই এগিয়ে আসুন। ’

বাংলাদেশ সময়: ০৫৫১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এমআইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।